Vivo V40 full Review: দাম, ফিচার এবং পারফরম্যান্সের সম্পূর্ণ বিশ্লেষণ

আপনি কি প্রিমিয়াম ফোন খুঁজছেন তাহলে আপনার জন্য Vivo V40 এই মডেলের ফোনটি আপনার জন্য সেরা হতে পারে। কারণ এই ফোনটি যেমন প্রিমিয়াম ডিজাইন এবং স্টাইলিশ সবদিক থেকে অসাধারণ বর্তমান বাজারে। vivo স্মার্টফোনের চাহিদা দিন দিন বাড়তে চলেছে এবং vivo একটি জনপ্রিয় ব্যান্ড তাদের নতুন মডেলের Vivo V40 এই ফোনটি গ্রাহকদের মধ্যে কৌতুহল বাড়িয়েছে । তাই এই ব্লগে আমরা Vivo V40 এই ফোনটি পারফমেন্স ব্যাটারি ক্যামেরা কোয়ালিটি এবং দাম সমস্ত বিস্তারিত আলোচনা করব । আপনি যদি এই ফোনটি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের রিভিউটি এই আপনার জন্য সহায়ক হবে চলুন শুরু করা যাক।

 

Vivo V40 ফোনটি কেন কিনবেন ?

1. ফোনটি একটি প্রিমিয়াম ফোন

2.ফোনটি 68MP ক্যামেরা কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত

3. ফোনটির প্রসেসর অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা ব্যবহৃত করা হয়েছে

4. ফোনটি গেমিং লাভারদের জন্য উপযুক্ত

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি (Design and build quality)

Vivo V40 এই ফোনটির ডিজাইন অত্যন্ত প্রিমিয়াম এবং স্টাইল লুক করেছে। ফোনটির পেছনের প্যানেলটি গ্লাস ফিনিশ দিয়ে তৈরি
যার ফলে আপনি যখন ফোনটি হাতে তুলবেন তখন আরাম অনুভূতি দেয় ফোনটি। ডিসপ্লে সাইজ হলো 6.7 ইঞ্চি যার ফলে ফোনটি অনেকটাই বড় দেখায় এবং তার সাথে আপনি পাচ্ছেন Amoled ডিসপ্লে ফলে ফোনটির মধ্যে ফুল এইচডি + রেজুলেশন সাপোর্ট করে। ডিসপ্লেটি খুবই ব্রাইট এবং কালার আকুরেসি চমৎকার ফলে যারা ভিডিও দেখেন বা গেম খেলেন তাদের জন্যই ফোনটি আদর্শ। ফোনটির ওজন প্রায় ১৯০ গ্রাম হাতে বেশ ভারসামান্য পূর্ণ মনে হয়।

হার্ডওয়্যার পারফরমেন্স(Hardware performance)

Vivo V40 ফোনটির মধ্যে রয়েছে শক্তিশালী media tek Dimensity 920 প্রসেসর যা এটি octa core চিপ সেট রয়েছে ।এবং এর সাথে 8GB RAM এবং ১২৮ থেকে ২৫৬ জিবি স্টোরের অপশন পাবেনএই ডিভাইসটিতে। Android14 উপর ভিত্তি করে Fun touch Os 14 চলে।
এই ফোনটি মাল্টি টাস্কিং এবং গেমিং লাভারদের ক্ষেত্রে বেশ উপযুক্ত একটি ফোন যেমন পাবজি( PUBG GAME ) থেকে শুরু করে যে কোন হেবি অ্যাপস সব কিছুই সহজে চালাতে পারবেন ।এবং কোন হ্যাং বা স্লো হওয়া ছাড়াই এবং ফোনটির মধ্যে ৫জি সাপোর্ট করে যা আপনার ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে।

Vivo V40 mobile

ক্যামেরা পারফরমেন্স
(Camera performance)

Vivo V40 এই ফোনটির অন্যতম আকর্ষণ হল ক্যামেরা সেটআপ । আপনি যদি ফটোগ্রাফি তুলতে ভালবাসেন তাহলে আপনার জন্য এই ফোনটি একটি আদর্শ ফোন। কারণ এই ফোনটির মধ্যে রয়েছে 68MP মেগাপিক্সেল ক্যামেরা প্রাইমারি লেন্স এবং 8MP মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট লেন্স এবং 2MP মেগাপিক্সেল মাইকো লেন্স প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি রাতও বা দিনের যেকোনো সময় উভয় পরিবেশে ভালো পারফরম্যান্স। তাই ছবি তোলার সময় এবং ছবির কোয়ালিটি সুপ্পষ্ট কালার খুব সুন্দর আসে এবং নাইট মুড অপশনের মাধ্যমে আপনি ছবিগুলি তুলনামূলকভাবে পরিষ্কার হয় এবং কম নয়েজযুক্ত হয়।
আপনি যদি সেলফি প্রেমী হন তাহলে আপনার জন্য রয়েছে 32MP মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরার মধ্যে রয়েছে AI বিউটিফিকেশন এবং HRD আছে যার ফলে আপনার ছবিকে আরও আকর্ষণীয় করে তোলে।

ব্যাটারি ও চার্জিং পারফমেন্স (Battery and charging)

Vivo V40 এই ফোনটিতে মধ্যে রয়েছে 4500 Mah ব্যাটারি যার ফলে আপনি একদিন আরও বেশি চালাতে সক্ষম হবেন। আপনার ফোনটি যারা প্রতিদিন কাজের ক্ষেত্রে মোবাইল ব্যবহার করেন তাদের জন্য এই ফোনটি উপযুক্তএকটি ফোন। এবং ফোনটির মধ্যে সবথেকে সুবিধাজনক হল দ্রুত চার্জ করার ক্ষমতা রয়েছে আপনি 66W ওয়ার্ড এর ফাস্ট চার্জিং চার্জার ব্যবহার করতে পারেন। এবং শুধুমাত্র ফুল চার্জ হতে মাত্র 30 মিনিটের মধ্যে ৭০% পর্যন্ত চার্জ করতে সক্ষম হয়।

Vivo V40 ফোনটির মতো অতিরিক্ত ফিচারস গুলো কি আছে

1.ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

2.ডুয়েল সিম এবং ৫জি সাপোর্ট ভবিষ্যতের জন্য প্রস্তুত

3.HI- Res Audio music মিউজিক প্রেমীদের জন্য চমৎকার সাউন্ড কোয়ালিটি

Vivo V40 ইন্ডিয়াতে ফোনটির মূল্য কত ?

ইন্ডিয়ান মানিতে এই ফোনটির দাম শুরু হয়েছে ৩৫ হাজার টাকা থেকে 40হাজার টাকার মধ্যে । এছাড়াও আপনি অনলাইনের মাধ্যমে যেমন flipkart amazonই-কমার্স ওয়েবসাইট থেকে কিনতে পারবেন সাথে ভালো ডিসকাউন্ট এর সুবিধা আছে।

Vivo V40 এই ফোনটা একটি চমৎকার স্মার্টফোন যা স্টাইল ডিজাইনের দিক থেকে শুরু করে প্রসেসর পারফরম্যান্স থেকে এবং ক্যামেরার কোয়ালিটি দিক থেকে শুরু করে দুর্দান্ত ফিচারস আছে। ফোনটির মধ্যে আমার মনে হয় এই ফোনটি তাদের জন্য উপযুক্ত যারা প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্স চান । আপনার কি মনে হয় ? আপনি কি Vivo V40কিনবেন ? অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না এবং আজকের ব্লগ রিভিউটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ।

Asim manna

নমস্কার বন্ধুরা আমি অসিম মান্না আমি বিগত চার বছর ধরে অনলাইন কাজ করে ঘরে বসে টাকা উপার্জন করি যেমন ব্লগিং ওয়েবসাইট ডিজাইন এবং অনলাইন অ্যাপস মাধ্যমে তাই এই ব্লগস মাধ্যমে অনলাইনে সমস্ত টেকনোলজি বিষয়ে আপনাদের কাছে শেয়ার করব

View all posts by Asim manna

3 thoughts on “Vivo V40 full Review: দাম, ফিচার এবং পারফরম্যান্সের সম্পূর্ণ বিশ্লেষণ”

Leave a Comment